12th March, 2021 | | 0
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে কবি পিয়াস মজিদের কবিতার নতুন বই ‘মুহুর্মুহু মিউ মিউ’। বইটি প্রকাশ করছে বৈভব। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। দাম ২৫০ টাকা।
বইটি সম্পর্কে কবি পিয়াস মজিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, কবিতার পাঠকই তো এর বড় বিচারক। অনুভূতির একান্ত প্রকাশকে কনটেক্সট বা থিম দিয়ে ব্যাখ্যা করতে অপারগ আমি। তবে এটুকু বলতে পারি, গত প্রায় একবছরের বদলে যাওয়া পৃথিবীতে মৃত্যুর মুহুর্মুহু নিশ্বাসের মুখে বেঁচে থাকার অভিজ্ঞতার কাতর বয়ান এইসব কবিতা।
প্রসঙ্গত, পিয়াস মজিদের জন্ম ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর। প্রকাশিত হয়েছে ৯টি কবিতার বই ও অন্যান্য গ্রন্থ। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন এইচএসবিসি-কালি ও কলম পুরস্কার (২০১২), কলকাতার আদম লিটল ম্যাগাজিন প্রদত্ত তরুণ কবি সম্মাননা (২০১৬), সিটি-আনন্দ আলো পুরস্কার (২০১৬), শ্রীপুর সাহিত্য পরিষদ পুরস্কার (২০১৬), দাঁড়াবার জায়গা সাহিত্য পুরস্কার (২০১৭)। তার ছোটগল্প অবলম্বনে আশুতোষ সুজন নির্মাণ করেছেন টেলিছবি নগর ঢাকায় জনৈক জীবনানন্দ। ২০১৫-তে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছেন চীনে অনুষ্ঠিত চীন-দক্ষিণ এশিয়া-দক্ষিণ পূর্ব এশিয়া লেখক সম্মেলনে। বর্তমানে তিনি বাংলা একাডেমিতে কর্মরত।