1st July, 2020 | | 0
শাদা নিয়ে যারা ছুটছিলো, তারা ভাই ছিলো
কালো আঁকড়িয়ে যারা ব’সেছিলো, তারাও ভাই ছিলো
তবু কেন রক্তাক্ত হ’লো পথ
তবু কেন রক্তাক্ত হ’লো গৃহ
রক্ত তো আমরা চাই নি
আমাদের লাল দরকার ছিলো
ও আমার ভাই জর্জ ফ্লয়েড—
আমাদের তো রঙধনু ছিলো
শাদার যে বুটের রং কালো
কালোর যে টুপির রং শাদা
জানা ও দেখার পর
রং ভুল হয়
বর্ণ ভুল হয়
কালো বুট লাল হয়
আমাদের মাতৃরক্ত লাল কি না পরীক্ষা প্রার্থনীয়
চার দেয়াল
ছাদ মেঝে মিলে
বিশ্রাম আহার নিদ্রা
নিষ্ঠ পরস্পর
তুমি ও তোমার ঘর
একটা জানালা বসালে
নানান আকাশ ওড়ে
রৌদ্র আর জ্যোৎস্নায়
বদলায় পৃথিবীর স্বর
তুমি ও তোমার ঘর
একটা দরোজা হ’লে
উঠোনের কবুতর
হাওয়াগন্ধে ডেকে ওঠে
কেউ নয় কারো পর
তুমি ও তোমার ঘর
কোনোকিছু নয়
সত্য শুধু তোমার কবর
কুয়াশা ব’ললো—হবে
মেঘ হ’লো—বিদ্যুৎ হ’লো—বৃষ্টি হ’লো
শুনলাম—দেখলাম—বুঝলাম
আমি জল হ’লাম
প্রান্তর ব’ললো—হবে
ফুল হ’লো—ফল হ’লো—ফসল হ’লো
ঘ্রাণ পেলাম—রস পেলাম—খাদ্য পেলাম
আমি মাটি হ’লাম
সূর্য ব’ললো—হবে
সকাল হ’লো—দুপুর হ’লো—সন্ধ্যা হ’লো
উদয় দেখলাম—উত্তাপ ছুঁলাম—অস্ত বুঝলাম
আমি আগুন হ’লাম
অনন্ত ব’ললো—হবে
তরল হ’লো—কঠিন হ’লো—বাষ্প হ’লো
ভিজলাম—ছুটলাম—উড়লাম
আমি হাওয়া হ’লাম
আকাশ ব’ললো—হবে
বীজ হ’লো—মূল হ’লো—কাণ্ড হ’লো
মণ্ড হ’লাম—দণ্ড হ’লাম—খণ্ড হ’লাম
আমি শূন্য হ’লাম
জল—মাটি—আগুন—হাওয়া—শূন্য
সর্বসত্য মিলে
আমি জীবন হ’লাম
আমি মানুষ হ’লাম
আমি একটি নাম হ’লাম
বাংলাদেশ আমার নাম
জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৪৮। ফরিদপুর।
ষাটের দশকের অন্যতম প্রধান কবি।
কবিতার পাশাপাশি
প্রবন্ধ,
ছড়া, স্মৃতিগদ্য,
কথাসাহিত্যসহ
লিখেছেন বিচিত্র স্বাদের অজস্র লেখা,
অনুবাদ করেছেন নানা মহাদেশের কবিতা।
১৯৭৫ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই
দাও বৃক্ষ দাও দিন
প্রকাশিত কবিতাবইয়ের সংখ্যা ৩৫।
লেখালেখিতে সামগ্রিক অবদানের জন্য
একুশে পদক,
বাংলা একাডেমি পুরস্কার,
আলাওল সাহিত্য পুরস্কার,
বিষ্ণু দে পুরস্কার,
কবিতালাপ সাহিত্য পুরস্কার,
যশোর সাহিত্য পরিষদ পুরস্কারসহ
অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক