অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে কবি মীর রবির চতুর্থ বই ‘বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায়’। ঘোড়াউত্রা প্রকাশন থেকে নদী সিরিজের কবিতার বইটি প্রকাশিত হবে।
বইটির প্রসঙ্গে মীর রবি বলেন, ‘ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী। এ নদীকে কেন্দ্র করেই ঢাকা নগরীর উদ্ভব ও বিকাশ। কিন্তু পরিতাপের বিষয়, সেই ঢাকাই আজ বুড়িগঙ্গাকে ধ্বংস করে দিচ্ছে। বইটি সেসব ধ্বংসযজ্ঞের চিত্রপট। নদীর কান্না ও মানুষের দীর্ঘশ্বাসের অনুরণন শোনবে প্রতিটি কবিতায়। বিদ্রুপাত্মক ভাষাভঙ্গী পাঠককে নতুন কিছু দেবে বলে আমার বিশ্বাস।’
মীর রবি বিভিন্ন সময়ে গণমাধ্যমে ফিচার বিভাগে কাজ করেছেন। তার প্রকাশিত প্রথম কবিতার বই ‘অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ’র জন্য পেয়েছেন ‘সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮’। প্রকাশিত অন্য বই ‘ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক’ ও ‘ক্রস মার্কার’। দীর্ঘদিন সম্পাদনা করছেন ছোট কাগজ ‘ঠোঙা’। প্রকাশিতব্য বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী আল নোমান। বইটির দাম রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা। বইটি পাওয়া যাবে লিটলম্যাগ চত্বরে প্রকাশনীর স্টলে।